দেওভোগবাসীর প্রতি কৃতজ্ঞ আইভী ও তার পরিবার

28

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামীলীগের মনোনীত বর্তমান মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, দেওভোগের লোকজন দলমতের উর্ধ্বে উঠে নির্বাচন করে, যখনই আমি নির্বাচন করেছি তখনই দেওভোগের লোকজন আমার পাশে এসে দাড়িয়েছে। সকল দলের কথা ভুলে যেয়ে বৃহত্তর এলাকাবাসীর কথা চিন্তা করে আপনারা সবসময় আমার পাশে ছিলেন। এজন্য আমি এবং আমার পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২ উপলক্ষ্যে বৃহত্তর দেওভোগ এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে দেওভোগের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইভী বলেন, আমি অপেক্ষায় ছিলাম আমার দেওভোগবাসীর সাথে কথা বলে ২৭টি ওয়ার্ডে আমার প্রচার-প্রচারণা, নির্বাচনী কর্মকান্ড শুরু করবো। কিভাবে করলে ভালো হয় সে দিক নির্দেশনা দিবেন। আমরা সকলে মিলে বিগত ৩টি নির্বাচন করেছি, এবারও আপনারা আমার পাশে থাকবেন আশা করি। কেউ যদি আমাকে ধর্মীয়ভাবে আমাকে আক্রমণের চেষ্টা করে, সেই বিচারের দায়ভারও আপনাদের উপর রইলো। আপনার মেয়ে, বোন, সন্তানের জন্য কি করবেন সেটা আপনারা দেখবেন।

তিনি বলেন, বৃহত্তর দেওভোগের এটাই একটা বৈশিষ্ট্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথে মিলিত হয়ে প্রতিবাদ করে। আমরা আমাদের এ ঐতিহ্যকে ধরে রাখতে চাই। আমরা অন্য দল করতেই পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের এলাকার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়তার সহিত যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে জানি, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমাদের প্রতি যত জুলুমই হোক না কেন, আমরা রুখে দাড়াবো, আমরা অত্যাচার-অবিচারের বিরুদ্ধে কথা বলবো, এ চরিত্রটা যেন সবসময় আমাদের থাকে। আমরা যেন কারো সাথে কমপ্রোমাইজ না করি, আমরা যেন আমাদের নারায়ণগঞ্জবাসীর সাথে সোচ্চার থাকি। আমি আপনাদের সমর্থন, সাজেশন, দোয়া চাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সহ-সভাপতি খবির উদ্দিন মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরাফাত, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান বাবুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, তোলারাম কলেজের সাবেক ভিপি আলমগীর, গ্যাস বাচ্চু, মো. আরিফ হোসেন, সাইদুল ইসলাম, দিদান খন্দকার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম রুবেল, সজিব প্রমুখ।