নির্বাচনকে সিরিয়াসলি নিতে বললেন আইভী

45

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামীলীগের মনোনীত বর্তমান মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচন যেই করুক না কেন? তার সাথে আমার নির্বাচন করতে হবে। নির্বাচনকে হালকা ভাবে নেয়ার কোনো অবকাশ নেই, সিরিয়াসলিই নিতে হবে। আমরা অনেক কঠিন সময় পাড় হয়ে এসেছি, এবার যে কঠিন হবে না তা নয়। অনেক বেশী ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন ঘিরে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২ উপলক্ষ্যে বৃহত্তর দেওভোগ এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে দেওভোগের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইভী বলেন, আমি আমার ভাই, কর্মী-সমর্থকদের বলবো, আমরা যেনো আচরণ বিধি লঙ্ঘন না করি, আপনারা জানেন যে সরকারী দলে যে থাকে তার একটু বদনাম বেশী থাকে। কোনো অবস্থাতেই ২৯ তারিখ পর্যন্ত আপনারা নৌকার স্লোগান দিবেন না। আমি কখনোই আচরণ বিধি লঙ্ঘন করি নাই, এবারও করতে চাই না।

তিনি বলেন, দেওভোগের লোকজন দলমতের উর্ধ্বে উঠে নির্বাচন করে, যখনই আমি নির্বাচন করেছি তখনই দেওভোগের লোকজন আমার পাশে এসে দাড়িয়েছে। সকল দলের কথা ভুলে যেয়ে বৃহত্তর এলাকাবাসীর কথা চিন্তা করে আপনারা সবসময় আমার পাশে ছিলেন। এজন্য আমি এবং আমার পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সহ-সভাপতি খবির উদ্দিন মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরাফাত, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান বাবুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, তোলারাম কলেজের সাবেক ভিপি আলমগীর, গ্যাস বাচ্চু, মো. আরিফ হোসেন, সাইদুল ইসলাম, দিদান খন্দকার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম রুবেল, সজিব প্রমুখ।