ইফতেখার আলম খোকন’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

34
ইফতেখার আলম খোকন’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও বর্তমান প্রার্থী ইফতেখার আলম খোকন’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইফতেখার আলম খোকন’র মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে এ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাবৃন্দ

এসময়  জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা: মাহফুজা আক্তার জানান, ইফতেখার আলম খোকন’র দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ত্রুটি না পাওয়ায় এবং ব্যাংক, পুলিশ, আয়কর বিভাগ, সিটি কর্পোরেশনসহ অন্যান্য প্রার্থীদের কারো কোনো অভিযোগ না থাকায় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের নির্দেশে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় ইফতেখার আলম খোকন’র সমর্থকদের উচ্ছসিত দেখা যায়। অপরদিকে, খোকন বিরোধী শিবিরে হতাশার ছাপ দেখা গেছে বলে জানা যায়।