চাচা-ভাতিজার ঐক্যে, কাপন ধরবে প্রতিদ্বন্দ্বী শিবিরে

443

নারায়ণগঞ্জ সমাচার:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, মান-অভিমান ভুলে নির্বাচনী লড়াইয়ে ভাতিজা রিয়াদ হাসানের পক্ষে মাঠে নেমেছেন সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লাহ। এর ফলে নাসিক ১৬নং ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেলো তরুণ, মেধাবী ও জনপ্রিয় রিয়াদ হাসান, এমনটাই দাবী ওয়ার্ডবাসীর।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের ২নং বাবুরাইল এলাকাস্থ নিজ্ব বাসভবনের সামনে থেকে বিশালাকার এক মিছিল নিয়ে শোডাউন করেছেন রিয়াদ হাসানের সমর্থকরা। এতে নেতৃত্ব দেন ওবায়েদ উল্লাহ, আফতাব হোসেন শুক্কুরসহ স্থানীয় মুরুব্বীরা।

হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে মিছিলটি অনেকটা জনসভায় রূপ ধারণ করে, যা রিয়াদ হাসানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুকে কাপন ধরাবে বলেও মনে করে ওয়ার্ডবাসী। ওয়ার্ডবাসীর মতে, গত নির্বাচনে চাচা-ভাতিজা দুজনেই প্রার্থী হওয়ায় এবং তাদের মাঝে কিছুটা মনোমালিন্য থাকায় জয়ের দ্বারপ্রান্তে গিয়েও পরাজীত হতে হয় তাদের দুজনকেই। তাদের এ অনৈক্যের কারণে জিতে যায় নাজমুল আলম সজল।

তবে, এবার সকল দ্বন্দ-বিভেদ ভুলে ভাতিজা রিয়াদকে সমর্থন দিয়ে তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নামেন ওবায়েদ উল্লাহ। একইসাথে ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়ী করতে। ফলে রিয়াদের জয় এখন শুধু সময়ের ব্যাপার এমনটাই দাবী ওয়ার্ডবাসীর।

এদিকে, হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি ২নং বাবুরাইল থেকে শুরু হয়ে ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোড, দেওভোগ আখড়া, ১নং বাবুরাইল, তাতীপাড়া, বেপারী পাড়া হয়ে পুনরায় ২নং বাবুরাইলে এসে শেষ হয়। মিছিল শেষে খানকা শরীফের সামনে দোয়া করেন রিয়াদ।

এর আগে, এ শোডাউনকে কেন্দ্র করে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ওয়ার্ড।

উল্লেখ্য, রিয়াদ হাসানের পিতা আফতাব হোসেন শুক্কুর’র বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সভাপতি। প্রয়াত সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন তারা বড় চাচা। এছাড়াও তিনি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব মুজাফ্ফর কন্ট্রাক্টর এর নাতি।