রিয়াদ হাসান’র গণসংযোগ, জনসমুদ্রে পরিণত

172

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ১৬নং ওয়ার্ডে বিশালাকার মিছিল নিয়ে শোডাউন ও গণসংযোগ করেছেন তরুণ, মেধাবী ও জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান। হাজার হাজার মানুষের উপস্থিতির ফলে গণসংযোগটি অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে বলে দাবী স্থানীয়দের।

স্থানীয়দের মতে, কোনো কাউন্সিলর প্রার্থী তো দুরের কথা সাধারণত মেয়র প্রার্থীদের গণসংযোগ বা প্রচার-প্রচারণায় এতো লোক সমাগম ঘটে না। আমরা এর আগে কখনো এতো বড় মিছিল বা গণসংযোগ দেখি নি। হাজার হাজার লোকের উপস্থিতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে রিয়াদ হাসান, জানান স্থানীয়রা।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের ২নং বাবুরাইল এলাকাস্থ নিজ্ব বাসভবনের সামনে থেকে বিশালাকার এক মিছিল নিয়ে শোডাউন করেছেন রিয়াদ হাসানের সমর্থকরা। এতে নেতৃত্ব দেন ওবায়েদ উল্লাহ, আফতাব হোসেন শুক্কুরসহ স্থানীয় মুরুব্বীরা।

হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি ২নং বাবুরাইল থেকে শুরু হয়ে ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোড, দেওভোগ আখড়া, ১নং বাবুরাইল, তাতীপাড়া, বেপারী পাড়া হয়ে পুনরায় ২নং বাবুরাইলে এসে শেষ হয়। মিছিল শেষে খানকা শরীফের সামনে দোয়া করেন রিয়াদ।

এর আগে, এ শোডাউনকে কেন্দ্র করে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ওয়ার্ড।

উল্লেখ্য, রিয়াদ হাসানের পিতা আফতাব হোসেন শুক্কুর’র বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সভাপতি। প্রয়াত সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন তারা বড় চাচা। এছাড়াও তিনি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব মুজাফ্ফর কন্ট্রাক্টর এর নাতি।