আবারও মোবাইল প্রতীক পেয়েছেন মিনোয়ারা

23
আবারও মোবাইল প্রতীক পেয়েছেন মিনোয়ারা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে সংরক্ষিত ৪ নং ওয়ার্ড (১০, ১১ ও ১২ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর পদে সফল কাউন্সিলর ও বর্তমান প্রার্থী মিনোয়ারা বেগম বই প্রতীক পেয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরা দেয়া হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মাহফুজা আক্তারের নির্দেশে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা: মাহফুজা আক্তার এ প্রতীক বরাদ্দ দিয়েছেন। স্থানীয় মুরুব্বীদের সাথে নিয়ে প্রতীক বুঝে নিয়েছেন মিনোয়ার বেগম।

প্রতীক বরাদ্দ নিয়ে স্থানীয়রা বলেন, আমাদের এলাকার গর্ব, আমাদের সন্তান, মিনোয়ারা আপা মোবাইল প্রতীক পাওয়ায় আমরা বেশ আনন্দিত। গত নির্বাচনেও সে মোবাইল প্রতীক পেয়েছে। একই প্রতীক পাওয়ার মতো করে একইভাবে বিপুল ভোটে বিজয় লাভ করবেন তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

প্রতীক পেয়ে মিনোয়ার বেগম বলেন, গত নির্বাচনেও আমি মোবাইল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি, আশা করছি এবারও আমি জয়ী হবো। দীর্ঘ সময় কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করে এলাকাবাসীর সাথে থাকার চেষ্টা করেছি। আমি জানি কিভাবে উন্নয়ন করতে হয়, তাই এবারও আমার এলাকাবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে তাদের উন্নয়ন করার সুযোগ দিবে বলে আমি আশাবাদী।

উল্লেখ, আগামী ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে