বঞ্চিত ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে আবারও প্রার্থী হয়েছি – আবুল কাউসার আশা

26
বঞ্চিত ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে আবারও প্রার্থী হয়েছি – আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে ২৩ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচিত ও ব্যাপক জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী সাবেক এমপি পুত্র আবুল কাউসার আশা ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরা দেয়া হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মাহফুজা আক্তারের নির্দেশে সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল কাদির এ প্রতীক বরাদ্দ দিয়েছেন। স্থানীয় মুরুব্বীদের সাথে নিয়ে প্রতীক বুঝে নিয়েছেন আবুল কাউসার আশা।

প্রতীক বরাদ্দ নিয়ে স্থানীয়রা বলেন, আমাদের এলাকার গর্ব, আমাদের সন্তান, ছোট ভাই আশা জনপ্রতিনিধি না হয়েও আমাদের পাশে থেকে আমাদের সেবা করে যাচ্ছে। সে ঠেলাগাড়ি প্রতীক পাওয়ায় আমরা বেশ আনন্দিত। এ নির্বাচনে আশা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতীক পেয়ে আবুল কাউসার আশা বলেন, সবসময়ই ২৩ নং ওয়ার্ডবাসী কাঙ্খিত সেবাবঞ্চিত ছিলো। তাই তাদের সেবা করার লক্ষ্যে এলাকাবাসী মুরুব্বীদের কথায় আবার প্রার্থী হয়েছি, ইনশা্আল্লাহ এলাকাবাসীর জয় হবে বলেন তিনি

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ২৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করবো। তাই আমি ঠেলাগাড়ি প্রতীক পেয়ে সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছি।

উল্লেখ, আগামী ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে