দোয়া ও ভালোবাসায় বন্দরে আইভীর প্রচারণা শুরু

33
দোয়া ও ভালোবাসায় বন্দরে আইভীর প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ সমাচার:

২৭ নং ওয়ার্ডের নারী-পুরুষ বিশেষ করে বৃদ্ধা নারীদের দোয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ বুধবার (০৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিদিনের ন্যায় নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। আইভী এসেছেন ভোট চাইতে এমন খবরে এলাকাবাসী একাট্টা হয়ে মোড়ে মোড়ে দাড়িয়ে অপেক্ষা করতে থাকেন আইভীর জন্য।

আইভীকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেন এক বৃদ্ধা নারী

বিশেষ করে প্রতিটি বাড়ির সামনে ছিলো নারীদের সরব উপস্থিতি, নিজ নিজ বাড়ির সামনে যেতেই আইভীকে কাছে পেয়ে অনেকে জানান নিজেদের সুখ-দুখের কথা। অনেকে আবার আইভীর মাথায় হাত দিয়ে দোয়া করেন। অনেকে আবার বলেন, আমরা এখন যে রাস্তা-ঘাট দিয়ে চলাচল করি সবই তো আপনার বদৈালতে হয়েছে, আপনাকে ছাড়া অন্য কাউকে ভোট দিবো না।

আইভীকে কাছে সুখ-দু:খের কথা বলছেন তারা

এছাড়া, মোড়ে মোড়ে যুবক-বৃদ্ধ, নারী-বৃদ্ধা সকলেই দল বেধে দাড়িয়ে থেকে স্বাগত জানান আইভীকে। তারা ফুল ছিটিয়ে, ফুলেল তোড়া দিয়ে বরণ করেন তাকে।

এসময় আইভীও তাদের সাথে কুশল বিনিময় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান উন্নয়নমূলক কাজগুলোর সমাপ্তি করার লক্ষ্যে আগামীতে আরো একবার সুযোগ চান। আইভী বলেন, আমি সদর-বন্দর-সিদ্ধিরগঞ্জ তিন অঞ্চলেই সমান তালে উন্নয়ন করেছি। আপনাদের জন্য আরো করতে চাই, আগামী যদি নির্বাচিত হই তাহলে আপনাদের অপূর্ণ সকল দাবি দাওয়া পূর্ণ করবো ইনশ্আাল্লাহ।

২৬ নং ওয়ার্ডে প্রচারণায় গেলে আইভীর পক্ষে বিশাল জনসমাগম ঘটে

প্রচারণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, প্রার্থী আনোয়ার হোসেন আনু, প্রার্থী আক্তার হোসেন প্রমুখ।

আইভীর প্রচারণা দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহন

সকালে ২৭নং ওয়ার্ডের ফুলহর মোড় থেকে শুরু করে হরিপুর, মুরাদপুর, বঙ্গ শাসন, নাজিরগঞ্জ, লালখার বাগ, চাপাতলী, কুড়িপাড়া, দুপুরে ২৬নং ওয়ার্ডের লক্ষণখোলা রোড, রামনগর, সোনাচরা, সোনাচরা বাগ, ইস্পাহানি ডকইয়ার্ড, কুটির বৃন্ধ, কাড়িপাড়া খালপাড় সহ ওয়ার্ড দুটির বিভিন্ন পাড়া মহল্লায় দিনভর প্রচারণা চালান।