
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন।
আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) সকালে নগরীর সিদ্ধিরগঞ্জে ১০ নং ওয়ার্ডে আইভীর সঙ্গে প্রচারণায় ও গণসংযোগ করে ভোট চান তিনি।
গণসংযোগ শেষে ইফতেখার আলম খোকন সাংবাদিকদের বলেন, “আইভী আপা নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভী আপার কোনো বিকল্প নেই। গত ১৮ বছরে আইভী আপার হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে আমূল পরিবর্তন হয়েছে।
ডা. সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ১০টায় গণসংযোগে নামেন। তিনি সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের বাগপাড়া, আরামবাগ, রসূলবাগ, মীরপাড়া, আজিম মার্কেট, পাঠানটুলি সহ বিভিন্ন এলাকায় মানুষের কাছে ভোট চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীব মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।