পূর্ব শত্রুতার জের ধরে রক্তাক্ত জখম, আহত-৩

107

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে একজনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখমকরা সহ তিনজনকে আহত করার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (খানপুর হাসপাতালে) চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রক্তাত্ব জখম হওয়া মোতালেব হোসেন। গতকাল শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জিমখানা এলাকার আলী জান ওরফে বাবা জান ওরফে হিরো জান, রিপন ওরফে ফরমা রিপন ওরফে ঝাড়ু রিপন, সাগর, আফজালের নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ দল বাদী মোতালেব হোসেনের ভাতিজা মিজু ও মিদুলকে মারধর করে জিমখানা মোড়ে বটতলায় তুলে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে পেরে ভাতিজারে ছাড়িয়ে আনতে গেলে সংঘবদ্ধ ঐ দল ধারালো ছোড়া, কেচিসহ দেশী অস্ত্রসস্ত্র নিয়ে বাদীর উপর হামলা চালায়। এসময়ে সদর থানাধীন দেওভোগ পাক্কারোড এলাকার মোতালেব হোসেনকে ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়া হয়, কেচি দিয়ে পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং মানিব্যাগে থাকা ডাচ বাংলা ব্যাংকের দুটি ক্রেডিট কার্ড ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত জখম মোতালেব হোসেনসহ তার ভাতিজাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।