
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা হাজী মো. রাসেল।
গতকাল শনিবার (০৮ জানুয়ারী) সকালে নগরীর বন্দর অঞ্চলে ২৪ নং ওয়ার্ডে আইভীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে ভোট চান তিনি।
গণসংযোগ শেষে সামসুজ্জোহা রাসেল বলেন, “আইভী আপা নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভী আপার কোনো বিকল্প নেই। গত ১৮ বছরে আইভী আপার হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।
এদিকে, ডা. সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ১০টায় গণসংযোগে নামেন। তিনি ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ, টি হোসেন রোড, শামসুদ্দিন ইলিয়াস শাহ রোড, গোলাম আসাদ রোড, বক্তারকান্দি দেউলী চৌড়াপাড়া, দেউলী চৌড়াপাড়া, বন্দর নোয়াদ্দা, উত্তর নোয়াদ্দা, কাইতাখালি, আমিরাবাদসহ ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের কাছে ভোট চান। মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীব মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ খোকন, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।