
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা সারা দেশটা চেঞ্জ করতে না পারলেও, নারায়ণগঞ্জটাতো চেঞ্জ করতে পারবো। চেষ্টা করলে সবাই মিলে পারবো, সবাই মিলেই করা উচিৎ। তবে সবাই মিলে করা হয় না, কিছু ভাল মানুষ থাকে, এ ভালো মানুষগুলোকে উদ্যোগ নিতে হয়। কিছু খারাপ মানুষ থাকবে তারা ভালো কাজগুলোতে বাধা দিবে, তবে আল্টিমেটলি ভালোর জয় হবেই।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস মধুমতী জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (০৫ মার্চ) সকালে ইসদাইর ওসমানী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় শামীম ওসমান বলেন, আমাদেরকে সব সেক্টরে প্রগ্রেস করতে হবে। আমাদের কাবাডি খেলা আজকে দেখেন ইন্ডিয়ায় কতো পপুলার, আমরা পিছিয়ে আছি। এটা আমাদের জাতীয় খেলা, এটা আপনাদের দোষ নয়, দোষ আমাদের। মাঠ নেই, ঘাট নেই সব জায়গায় দুই নাম্বারী, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও দুই নাম্বারী হচ্ছে, নারায়ণগঞ্জেই হচ্ছে। মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু এখন মুক্তিযুদ্ধের মহানায়ক সেজে বসে আছে এখন। আবার কিছু আছে মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের পরে লুটতরাজ করে মুক্তিযোদ্ধাদের বদনাম করছে৷ এরা মুক্তিযোদ্ধা না, ওরা লুটেরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।
বক্তব্য শেষে এ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন সাংসদ শামীম ওসমান।