
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নিরপরাধী কামাল হোসেনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মামলার কাগজে ওভার রাইটিং করে আসামী বানিয়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করায় এসপি বরাবর অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কামাল হোসেন।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন দাবী করেন, আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের সমর্থনে এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আমি একজন মেম্বার পদপ্রার্থী হওয়ায় এ নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমার এবং চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের মান-সম্মান ধুলিস্থাত করার জন্য একটি কু-চক্রী মহল ও আমার প্রতিদ্বন্ধী উঠে পড়ে লেগেছে। তারই ধারবাহিকতায় একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী জামাল হোসেনের নামের উপর ওভার রাইটিং করে কামাল হোসেন বানিয়ে আমাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ বিষয়ে মাননীয় পুলিশ সুপারের নিকট প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের প্রার্থনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।
এসময় লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, দীর্ঘদিন প্রবাসে জীবন যাপন করে ২০১৩ সালে দেশে ফিরে এসে আমি ব্যবসা বাণিজ্য করছি। ২০১৯ সালে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়ে বিদ্যালয় পরিচালনায় কার্যকর ভূমিকা পালন আসিতেছি। বিদ্যালয়টির উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার মান বজায় রাখার স্বার্থে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব জসিম উদ্দিন সাহেব এর অক্লান্ত পরিশ্রম করিয়া আসছে এবং আমরা সকল সদস্যবৃন্দ তাকে সার্বিক সহযোগিতা করে আসছে।
সামনে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ নির্বাচনকে সামনে রেখে বিগত ১২/০২/২০২১ইং তারিখে স্থানীয় নারায়ণগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে গোগনগর ইউনিয়ন উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভার আয়োজন করে এবং নিজস্ব অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধু অডিটোরিয়ামের শুভ উদ্ভোধন করে এবং পরবর্তী ইউপি নির্বাচন উপলক্ষ্যে উপস্থিত সবার সাথে মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় আলহাজ্ব জসিম উদ্দিন কে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নের সুপারিশ করে ঘোষনা প্রদান করেন। মাননীয় সংসদ সদস্যের এই ঘোষনার পর একটি কু-চক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং কু-চক্রী মহল আলহাজ্ব জসিম উদ্দিন এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হন।
এরই অংশ হিসেবে এবং চেয়ারম্যান পদে আলহাজ্ব জসিম উদ্দিন কে সমর্থন করার কারণে ঐ কু-চক্রী মহলের প্ররোচনায় বিগত ১৭/০২/২০২১ইং কুমিল্লা কোতয়ালী থানার মামলা নং-৬৭(৪)৯ এর একটি মিথ্যা ও সৃজিত সাজা পরোয়ানা দিয়ে আমাকে গ্রেফতার করে। উক্ত মামলায় ঘটনার সময় আমি বাংলাদেশে ছিলাম না! সাজা পরোয়ানায় জামাল হোসেন লেখা থাকলেও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও ওসি (তদন্ত), এস আই ওয়ালি উল্লাহ, এস আই মনির ওভার রাইটিং করিয়া জামাল হোসেন এর নামের স্থলে কামাল হোসেন লিখিয়া আমাকে গ্রেফতার করেন।
পরবর্তীতে বিগত ২২/০২/২০২১ইং তারিখে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ২য় আদালত, কুমিল্লা এ আমার পক্ষে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাহার আদেশে সুস্পষ্ট ভাবে উল্লেখ্য করেন যে, সাজা পরোয়ানায় দেখা যায় জামাল হোসেন এর নামের স্থলে ওভার রাইটিং করে কামাল হোসেন লেখা হয়েছে এবং উক্ত মোকদ্দমার ঘটনার সময় ও তারিখে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি দেশে উপস্থিত ছিলাম না মর্মে পাসপোর্ট দাখিল করায় আমাকে অত্র মোকদ্দমার দায় হইতে অব্যাহতি প্রদান করেন এবং প্রকৃত আসামী জামাল হোসেনকে গ্রেফতার না করে কেন কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয় অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর নির্দেশ প্রদান করেছেন।
অতঃপর “আমি বিগত ১৭/০২/২০২১ইং তারিখ হইতে ২৫/০২/২০২১ইং তারিখ পর্যন্ত মোট ০৯ (নয়) দিন মিথ্যা সাজা পরোয়ানার জেল হাজতে থাকি। এতে আমার সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং আমি আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। জেল হাজত হইতে বের হয়ে আমি জানিতে পারি আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনাকে প্রভাবিত করার জন্য এবং আমি যেহেতু চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ জসিম উদ্দিনকে সমর্থন করি এবং আমি নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়ন পরিষদ এর ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেহেতু আমার মান-সম্মান ধুলিস্থাত করার জন্য একটি কু-চক্রী মহল ও আমার প্রতিদ্বন্ধী মেম্বার পদপ্রার্থী এবং নারায়ণগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্তের) যোগসাজসে ও পরোক্ষ সহযোগিতায় জামাল হোসেন এর জায়গায় কামাল হোসেন লিখে আমাকে গ্রেফতার করে এবং আমাকে গ্রেফতার করে পত্র পত্রিকায় তাহারা ইচ্ছাকৃত ভাবে সংবাদ পরিবেশন করেন এবং কু-চক্রী মহলের সহযোগিতায় তাহারা ফেসবুকে লেখালেখি প্রচার করিয়াছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি শাহজামান নারায়ণগঞ্জ সমাচারকে বলেন, এ বিষয়ে আমরা শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে। যদি এ অভিযোগ সত্যি হয় তাহলে দোষীদের বিরুদ্ধে পুলিশ সুপার ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এ বিষয়ে এখনও তিনি আদালতের চিঠি বা আদেশ পাননি। চিঠি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।