পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

21

নারায়ণগঞ্জ সমাচার:

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের উদ্যোগে নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার)’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নিহত পুলিশ সদস্যদের স্বজন, পুলিশ ও অনান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশে চাকরিরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে স্মারক সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, কিছু কাজের কারণে পুলিশ ও রাজনীতিবীদদের দূর্নাম হয়। তবে আমি আজকে সকল কিছু পরিহার করে প্রধানমন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এখন দেখি গাছের পাতায় পাতায় আওয়ামীলীগ। যে পাতা ঝড়ে সেটাও আওয়ামীলীগ, যেটা গড়ে সেটাও আওয়ামীলীগ।