চুনকা-জোহা’র আদর্শে রাজনীতি করার আহবান আনোয়ারের

42

নারায়ণগঞ্জ সমাচার:

মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বর্তমানে দলে অনেক বসন্তের কোকিল, কাউয়া, ব্যাঙ ও অনুপ্রবেশকারী প্রবেশ করতে চায়। এসকল অনুপ্রবেশকারী ও খারাপ লোকদের আগমন বন্ধ করতে হবে। তাই উত্তর-দক্ষিণ মেরু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এক মেরুতে কাজ করতে হবে। এ লক্ষ্যে আমাদেরকে চুনকা ও জোহা ভাইয়ের আদর্শের রাজনীতি করতে হবে।

প্রয়াত দুই জননেতা একেএম শামসুজ্জোহা ও আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ২নং রেল গেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন এসময় বলেন, একেএম শামসুজ্জোহা ও আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জের দুইজন উজ্জল নক্ষত্র। আমি দীর্ঘ সময় জোহা ভাইয়ের সাথে রাজনীতি করেছি। উনি সবসময় বলতেন সন্ত্রাসীদের রাজনীতিতে আগ্রহী না করে ভালো মানুষকে রাজনীতিতে আগ্রহী করতে। কেননা ভালো মানুষ দ্বারা সমাজ, দেশ ও জনগন উপকৃত হবে। আলী আহাম্মদ চুনকাও গণমানুষের নেতা ছিলেন। সবসময় জনসাধারণের সাথে মিলে মিশে চলতেন। তাই আমাদেরকে চুনকা ও জোহা ভাইয়ের মতো রাজনীতিবীদ হতে হবে। চুনকা-জোহার আদর্শে রাজনীতি করতে হবে।

তিনি বলেন, তৎকালীণ সময়ে উত্তর মেরুর নেতৃত্ব দিতেন চুনকা ভাই ও দক্ষিণ মেরুর নেতৃত্ব দিতেন জোহা ভাই। তাদের মধ্যেও প্রতিদ্বন্দিতা ছিলো, তবে তাদের উত্তরসুরীরা যে রাজনীতি শুরু করেছে তা কখনোই তারা করেন নি। আইভীকে যদি গালি দেই তাহলে দলের বদনাম হবে, শামীমকে যদি গালি দেই তাহলেও দলের বদনাম হবে। চুনকা ভাইয়ের কণ্যা ও জোহা ভাইয়ের পুত্র আজকে একজন আরেকজনের মুখ দেখতে পারে না। আজকে রাজনীতিতে যে কলংকজনক অধ্যায়ের শুরু হয়েছে এটা সত্যি খুব দু:খজনক। কিন্তু আমি শুরু থেকে সবসময় তথা এখনোও পর্যন্ত উত্তর ও দক্ষিণ মেরুর গন্ডির বাইরে থেকে রাজনীতি করে চলেছি।

মহানগর আওয়ামীলীগের সভাপতি আরো বলেন, আজকে ল্যাং মারামারির রাজনীতি চলছে। কে কাকে ল্যাং দিয়ে আগে যেতে পারবে সেই রাজনীতি চলছে। যারা মাদক, সন্ত্রাস ও রাতের আধারে অপরাধ করে তাদের আওয়ামীলীগে দরকার নেই। খারাপ লোকদের আওয়ামীলীগে কোনো দরকার নেই। অপরাধীদের হাত থেকে মুক্তি চাই। এসকল খারাপ লোকদের ঠেকাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জি এম আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আরমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আহম্মেদ বাবুল প্রমুখ।