শোকর‍্যালি, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে চুনকাকে স্মরণ

36

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৩৭ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে মাসদাইর কবরস্থানে চুনকা’র কবর অভিমুখে এক শোক র‌্যালি বের হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইর কবরস্থানে গিয়ে শেষ হয়। শোক র‍্যালিটি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলো।

কবরস্থানে পিতার কবরের সামনে গিয়ে পুরোনো স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নাসিক মেয়র আইভী। পরে পরিবারের অন্য সদস্যবৃন্দ, দীর্ঘদিনে রাজনৈতিক সহকর্মী, নেতবৃন্দ, ভক্ত ও অনুরাগীরা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে।

এরপর দেওভোগে চুনকা কুঠিরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন মরহুমের জ্যৈষ্ঠ কণ্যা নাসিক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, মরহুমের জামাতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা আওয়ামীলীগের সদস্য ভাসানী, মরহুমের পুত্র আহাম্মদ আলী রেজা রিপন, আরেক পুত্র নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জের পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি একাধারে মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ’৫২-এর মহান ভাষা আন্দোলনের ভাষা সৈনিক, জেলা-শহর আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।