
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৬ নং ওয়ার্ডে আইভীর প্রচারণাকালে পাঁচ শতাধিক ডাক্তারদের নিয়ে সমর্থন জানান তিনি। এসময় আইভীর পক্ষে প্রচারণা করেন এবং বিগত সময়ে আইভীর উন্নয়নের কথা তুলে ধরে জনগনের নিকট ভোট প্রার্থণা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সচিব ডা. উত্তম কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ডা. পারভেজ, দপ্তর সম্পাদক ডা. সহিদ, প্রচার সম্পাদক ডা. জাবেদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ নিজাম আলী, নারায়ণগঞ্জ স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সাহা প্রমুখ।