নৌকার পক্ষে কেন্দ্রীয় মৎস্যজীবীলীগ টিম টু’র নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম

28
নৌকার পক্ষে কেন্দ্রীয় মৎস্যজীবীলীগ টিম টু’র নেতৃবৃন্দদের অক্লান্ত পরিশ্রম

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে নগরীর শহর অঞ্চলের ১৬ নং ওয়ার্ডে আইভীর প্রচারণাকালে বিশালাকার মিছিল নিয়ে তাকে স্বাগত জানান মৎস্যজীবীলীগ নেতৃবৃন্দ। একইসাথে আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।

নাসিক নির্বাচনী প্রচার-প্রচারণায়, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ এর দিক নির্দেশনা অনুযায়ী এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবীলীগ এর টিম টু’র আহবায়ক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আবুল বাশার, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক, মৎস্যজীবীলীগ এ-র টিম টু’র সদস্য সচিব এস এম জানে আলম সেলিমসহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

নৌকার পক্ষে কেন্দ্রীয় মৎস্যজীবীলীগ টিম টু’র নেতৃবৃন্দদের অক্লান্ত পরিশ্রম

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, “আইভী আপা নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভী আপার কোনো বিকল্প নেই। গত ১৮ বছরে আইভী আপার হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।

জানা যায়, নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু থেকে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডগুলোতে ব্যাপক কাজ করেছেন টিম টু’র নেতৃবৃন্দরা। প্রথম দিন থেকেই নৌকার পক্ষে ভোট চাওয়াসহ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, বিগত সময়ে আইভীর করা ব্যাপক উন্নয়নের বিষেয়ে জনগনকে জানানো, সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে মনে করিয়ে দিয়ে  আগামী ১৬ তারিখে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান তারা।

এদিকে, ডা. সেলিনা হায়াৎ আইভী সকালে ১৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকাস্থ নিজ বাসবভন থেকে বের হয়ে কৃষ্ণচুড়ার মোড়, সাত সাহেবের খানকা এলাকা, দেওভোগ আখড়া, আহসান উল্লাহ মেম্বার গলি, নাজির প্রধান গলি, পালপাড়ার মোড়, দেওভোগ মার্কেটের সামনে, শুক্কুর কারী মসজিদের পিছনের এলাকা, শেখ রাসেল পার্ক এরিয়া, দেওভাগ খানকা রোড, পাক্কা রোড, হাড়ভাঙ্গা বিল্ডিং এলাকা, ২নং বাবুরাইল, ১নং বাবুরাইল, তাতিপাড়ায় প্রচারণা চালান। মানুষের সাথে কুশল বিনিময় করেন।