
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়ায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্মারক প্রেরণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস’র সিটি মেয়র এরিক গার্সেত্তি।
আজ শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেস মেয়রের পক্ষে শুভেচ্ছা স্মারকটি নাসিক মেয়রের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ’র ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সোহেল রহমান বাদল। এসময় তিনি জানান, লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক গার্সেত্তি নাসিক মেয়র আইভীকে লস অ্যাঞ্জেলেস এ আমন্ত্রণ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ আসনের (নারায়ণগঞ্জ-৩) সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, বাদল’র পুত্র আইভান আমীর, এনামুল হক সোহান প্রমুখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী নিজের অনুভুতি প্রকাশ করে বলেন, একজন বাংলাদেশী হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। একইসাথে বাদল ভাইয়ের মাধ্যমে আমিও লস অ্যাঞ্জেলেস মেয়রকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য।