
নারায়ণগঞ্জ সমাচার:
এবারের নাসিক নির্বাচনসহ টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ইসদাইরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে শওকত হাশেম শকুকে।
গতকাল রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। একইসাথে ইসদাইর বাজার কমিটি, রাধা-কৃষ্ণ মন্দির কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জনপ্রিয় এ কাউন্সিলরকে।
সংবর্ধনার পূর্বে রাধা-কৃষ্ণ মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের জায়গাটি পাকা করে দেয়ার দাবি তোলেন। রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন ফর্ম এর কার্যক্রম আরো সহজতর ও ইসদাইরে এর কার্যক্রম শুরু করার দাবিসহ শিক্ষা সফরের দাবি জানিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কমিউনিটি সেন্টারের দাবি করেন কাউন্সিলরের কাছে।
সংবর্ধনা শেষে শওকত হাশেম শকু বলেন, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি পরপর চারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, এজন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে ইসদাইরবাসীর প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা এ পর্যন্ত সবসময় আমি সবচেয়ে বেশী ভোট পেয়েছি ইসদাইর থেকে। ইসদাইরের মানুষের মনের মধ্যে আমি আছি।
দাবিগুলোর বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমি জানি জন্ম নিবন্ধনসহ অন্যান্য ফর্ম বাইরে থেকে পূরণ করে অনলাইনে সাবমিট করতে গেলে ২’শ থেকে ৩’শ টাকা দিতে হয়। এ সমস্যার সমাধানে আমি ইতিমধ্যেই কাজ শুরু করেছি, এবার শপথ গ্রহনের পর থেকে আপনারা আমার কার্যালয় থেকেই এসব ফর্ম পূরণ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।

শিক্ষাসফরের বিষয়ে তিনি বলেন, কোভিডের কারণে দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই ১৪দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে প্যান্ডামিক এ সময়টায় আমরা সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলবো। আর এই অবস্থার কিছুটা উন্নতি হলে অবশ্যই তোমরা পিকনিকে যাবে, আমি এর ব্যবস্থা করে দিবো।
মন্দিরের বিষয়ে তিনি বলেন, আপনারা আগে অস্থায়ীভাবে পূজা করতেন। আমি জানার পর সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনাদের স্থায়ী মন্দিরের ব্যবস্থা করে দিয়েছি। শীঘ্রই আমরা আপনাদের মন্দিরের জায়গাটি পাকা করে দিবো।
কমিউনিটি সেন্টারের বিষয়ে তিনি বলেন, ইসদাইরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দশ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হচ্ছে। যার দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার হবে, যেখানে খুবই কম খরচে আপনারা বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই মাওলা আলী সিটি কর্পোরেশন মসজিদের ১তলার ছাদ ঢালাই হয়ে গেছে, এটি চার তলা বিশিষ্ট সুন্দর একটি মসজিদ হবে। মাদ্রাসার বিষয়ে শকু বলেন, আমি যতটুকু জানি মাদ্রাসার জায়গাটি নিয়ে তিন পক্ষের সাথে সমস্যা রয়েছে। আমি সকলের সাথে বসে শীঘ্রই এ সমস্যার সমাধান করতে পারবো বলে আশা করছি।
এছাড়াও সিটি কর্পোরেশনের অধীনের মোটামুটি সকল কাজই সমাপ্ত করতে পেরেছি। এখন আমার কাজ হচ্ছে স্বাস্থ্য বিষয়ে জনগনের দোড়গোড়ায় আমি যাবো। ইতিমধ্যেই আমরা আমাদের টিম “কুইক রেসপন্স” গঠন করে ফেলেছি।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসদাইর বাজার কমিটির উপদেষ্টা সিরাজ, সভাপতি রুবেল, সহ-সভাপতি হেমায়েতে হোসেন মজনু, সেক্রেটারী হাসান আলী, কোষাধ্যক্ষ মো. শাহজালাল, রাধা-কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি দিলীপ প্রমুখ।