এক মঞ্চে কালাম ও সাখাওয়াত

এক কাতারে নারায়ণগঞ্জ বিএনপির

4

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতার দীর্ঘ লড়াইয়ের পর এই প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেলো দুই নেতাকে। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন আজ এক কাতারে বসে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চারারগোপ ফল ব্যবসায়ী আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এই দৃশ্য দেখা যায়। দলের ভেতরে মনোনয়ন নিয়ে এতদিন দুই নেতার সমর্থকদের মধ্যে যে চাপা উত্তেজনা ছিল, আজকের এই অনুষ্ঠানে তাদের পাশাপাশি অবস্থান সেই বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন সাধারণ নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। চারারগোপ ফল ব্যবসায়ী আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত দলীয় নেতা-কর্মীরা জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন পাওয়া নিয়ে এই দুই নেতার মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আজকের আগ পর্যন্ত তাদের দুজনকে প্রকাশ্যে কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে এভাবে একসঙ্গে দেখা যায়নি। দুই শীর্ষ নেতাকে এক মঞ্চে দেখে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, আগামী নির্বাচন ও আন্দোলনের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার এটি একটি ইতিবাচক বার্তা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপারসনের পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দুই নেতাকে কুশল বিনিময় করতেও দেখা যায়।

অনুষ্ঠানে চারারগোপ ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।