পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান

36
পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন স্কুলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচী শুরু করে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার ফতুল্লা থানাধীণ কাশিপুরের কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে।

‘ঈদের পোষাকে দিতে পারি স্নেহের পরশ মোরা, ভালোবাসার একটু ছোঁয়ায় খুশীতে থাকুক ওরা’ এ স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে পেশকার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরন করা হয়।

পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মধ্য নরসিংপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহুমুখী সেবাঘর’র প্রতিষ্ঠাতা গোলাম হায়দার। পোশাক বিতরণ কালে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়। শিশুদের মুখের হাসি পেশকার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের স্বার্থকতা বলে জানান সংগঠনের সদস্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার সুলতানা রাজিয়া, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান, পেশকার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহ- সভাপতি নাজমুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল হাসান সাজন, কোষাধ্যক্ষ  আসমা খাতুন মৌ সহ পেশকার ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এর আগে দেওভোগ বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। এরপর গত সোমবার ৬২নং সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে এবং আজ আরও দুই স্কুলে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।