
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অযৌক্তিক ও অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।
সোমবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ এর মাধ্যমে শেষ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আরিয়ান রিপন, সাধারণ সম্পাদক তাসরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ।
নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি নুরুল আফসার আরমান, সাধারণ সম্পাদক শুভ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শিপু সহ স্ব স্ব ইউনিটের নেতৃবৃন্দ।