১৫ই আগস্ট জাতির শোকের দিন : নাজমুল হাসান সাজন

39
১৫ই আগষ্ট জাতির শোকের দিন : নাজমুল হাসান সাজন

নারায়ণগঞ্জ সমাচার:

১৫ই আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। এদিন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশের উন্নয়নের গতিরোধ করা। তবে, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

জাতির জনকের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন একথা বলেন। রবিবার ১৪ই আগস্ট বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক লিখিত শোকবার্তায় একথা জানান তিনি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, নির্মম এ হত্যাকান্ডের মাধ্যমে দেশের কলঙ্কজনক অধ্যায়ের শুরু হয়েছিলো। বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন এটি। বঙ্গবন্ধু জীবিত থাকলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতো।

তিনি আরও বলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন তিনি। তার দক্ষ নেতৃত্বের কারণে আজকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। তিনি ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবো।

সবশেষে ৭৫’ এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যুবলীগের এ নেতা।