
নারায়ণগঞ্জ সমাচার:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচী ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা-মহানগর পূজা উদযাপন পরিষদ।
এসকল কর্মসূচীর বিষয়ে জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বলেন, কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল আটটায় দেওভোগ লক্ষ্মী নারায়ণগ আখড়া হতে ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে ২নং রেল গেইটে আসবে। ২নং রেল গেইট এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান শান্তির পায়রা উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করবেন।
এছাড়া, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অধ্যক্ষ একনাথানন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহাসহ জেলা-মহানগর পূজা পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থাকবেন বলে জানান শিপন সরকার।
পরে শোভাযাত্রাটি ২নং রেল গেইট হতে বের হয়ে ডিআইটি, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ দিয়ে টানবাজার, ১নং রেল গেইট, কালিরবাজার, মেট্রো সিনেমা হলের মোড় হয়ে চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক হয়ে পুনরায় ২নং রেল গেইটে এসে শেষ হবে।
তিনি আরও বলেন, সকালে ১১টায় দেওভোগ রামসীতা মন্দিরে বিশ্বশান্তি কল্পে গীতাপাঠ এবং বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যায় রামসীতা মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবিভূর্ত হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—শুভ জন্মাষ্টমী। হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবিভূর্ত হয়েছিলেন। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবিভূর্ত হয়েছিলেন।