
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৩নং সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলাধীন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, এড. ফজলে রাব্বী মিয়া প্রমুখ।
উল্লেখ্য, জেলা পরিষদের গত নির্বাচনেও এ সদস্য পদে লড়াই করেছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াই করে সামান্য ভোটের ব্যবধানে পরাজীত হন তিনি।