
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২নং সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা পরিষদের সাবেক সফল মেম্বার ও বন্দর থানা যুবলীগ নেতা মো. আলী নুর।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসারের কাছে থেকে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি প্রমুখ।
উল্লেখ্য, জেলা পরিষদের গত নির্বাচনেও জয়লাভ করে অত্যন্ত সফলতার সহিত সদস্য পদে কাজ করেছেন তিনি।