নিতাইগঞ্জে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন

101

নারায়ণগঞ্জ সমাচার:

আর্থিকখাতে দেশের অন্যতম সফল ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের নিতাইগঞ্জ উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ শাখার অধীনে পরিচালিত এ উপশাখার উদ্বোধন করা হয়।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক অঞ্জন কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে অঞ্জন কুমার সাহা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে দেশব্যাপী এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এক্সিম ব্যাংকের এ উপশাখা উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হতে ব্যাংকিং সেবাকে সহজ থেকে সহজতর করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করছে এক্সিম ব্যাংক। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের নিতাইগঞ্জ উপশাখার সঙ্গে ব্যাংকিং করারও আহ্বান জানান।

এতে বিশিষ অতিথি উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুল আলম, নারায়ণগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিতাইগঞ্জ উপশাখার ইনচার্জ মোহাম্মদ রোকন উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: আসলাম, এসকে ওয়াজেদ আলী বাবুল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, এড. সুলতান উদ্দিন নান্নু, খেলাঘর আসর’র কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, প্রাইম ইন্সুরেন্স’র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বাসুদেব চক্রবর্তী, ইকবাল আলী, আলামিন হাওলাদার, রোকন উদ্দিন রুমেল, আলামিন ভুইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপশাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিতাইগঞ্জ উপশাখার উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন তারা। এছাড়াও উপশাখার মাধ্যমে এ এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন তারা।