প্রধানমন্ত্রীর জন্মদিনে মহানগর আ:লীগের মিলাদ ও দোয়া

20

নারায়ণগঞ্জ সমাচার:

ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় ২নং রেল গেটস্থ জেলা-মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের  সভাপতি আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, মাসুুদুর রহমান খসরু, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, এড. মাহমুদা মালা প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাহফেরাত কামনা করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।