না:গঞ্জ-১ আসনে কারা পাবেন মনোনয়ন?

57
না:গঞ্জ-১ আসনে কারা পাবেন মনোনয়ন?

নারায়ণগঞ্জ সমাচার:

২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানা গেছে ইসি সুত্রে। সেই হিসাবে নির্বাচনের বাকী এক বছরেরও বেশী সময়। তবে ইতিমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর মাঝে। একইসাথে নিজ নিজ এলাকায় গোপনে হলেও কিছুটা তৎপরতা শুরু করেছে নির্বাচনী আসনের মনোনয়ণ প্রত্যাশীরা।

তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ-১ আসনে কারা পাচ্ছেন রাজণৈতিক দলগুলোর মনোনয়ন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জনের। রূপগঞ্জ উপজেলাকে নিয়ে এ আসনটি গঠিত।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অত্যন্ত শক্ত অবস্থানে আছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক এমপি। এছাড়া রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিকের নামও শোনা যাচ্ছে এই আসনটিতে। বিপরীতে বিএনপিতেও মনোনয়ন দৌড়ে দুইজন প্রার্থী রয়েছেন আলোচনায়। এদের একজন জেলা বিএনপির সাবে সভাপতি কাজী মনিরুজ্জামান মনির এবং অপরজন হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

জানা গেছে, ১৯৯১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জয়লাভ করে বিএনপির প্রার্থী। তবে ’৯৬ সালে এই আসনে বিজয় ছিনিয়ে নেয় আওয়ামীলীগ। ২০০১ সালের নির্বাচনে আবারও বিজয় পুনরুদ্ধার করে বিএনপি। তবে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পরপর তিনবার জয় পায় আওয়ামীলীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। যদিও ১৪’ ও ১৮’ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই অনেকটা ফাকা মাঠেই গোল করেন তিনি।

তবে, এবার হয়তো ফাকা মাঠে গোল করার সেই সুযোগ নাও পেতে পারেন গাজী। কেননা বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে একটি বিষয় স্পষ্ট যে দলটি এবার নির্বাচনে যেতে চায়। ফলে বিএনপির দাবী মেনে নিয়ে সত্যি যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আসনটিতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে আওয়ামীলীগের প্রার্থীকে এমনটাই দাবী স্থানীয়দের।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি দুই দলই এই আসনে জয় পেতে মরিয়া। কেননা ২০০১ সালের পর বিএনপি আর এই আসনে জয় পায় নি, তাই তারা পুনরায় যে কোন মুল্যে তাদের বিজয় ছিনিয়ে আনতে চাইবে। অপরদিকে পর পর তিনবার এই আসনে জয়লাভের পর আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার কোনভাবেই তাদের পরাজয় মেনে নিতে চাইবেনা। ফলে রূপগঞ্জের উন্নয়নে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বড় দুই দলের নড়াচড়া শুরু হতেই জনগণ ও ভাবতে শুরু করেছে কে হবেন তাদের ভবিষ্যৎ জনপ্রতিনিধি। কারা পাচ্ছেন নির্বাচনী টিকেট এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনার।

আওয়ামীলীগের মনোনয়নের দিকে তাকালে দেখা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে পরপর তিনবার নির্বাচিত বর্তমান সাংসদ গাজী গোলাম দস্তসীর আবারও এ আসনের প্রার্থী হচ্ছেন। তিনি যদি বয়সের ভারে নির্বাচন নাও করেন তাহলে তার ছেলে পাপ্পা গাজী চাইবেন দলীয় মনোনয়ন যা একেবারেই পরিস্কার। সেই লক্ষ্যে মাঠ গোছানোর কাজও শুরু করেছেন গাজী পুত্র। তিনি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও নির্বাচিত হয়েছেন। একইসাথে স্থানীয় রাজনীতিতে তার জনপ্রিয়তাও বেশ।

তবে, দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার পথে বাধা হতে পারে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়ীক বন্ধু, রংধনু গ্রুপের চেয়ারম্যান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। কেননা স্থানীয় রাজনীতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী এই রফিক। কথিত আছে, পূর্বে বিএনপির রাজনীতিতে জড়িত থাকলেও ২০১৬ সালের ইউপি নির্বাচনে হঠাৎ করেই এই রফিককে মনোনয়ন দেয় কেন্দ্র। তার মনোনয়ণ পাওয়ার ক্ষেত্রে শামীম ওসমানের সরাসরি হাত ছিলো বলে দাবী করেছিলেন অনেকেই। তাই বারবার বিতর্কিত ঘটনার জন্ম দেয়া রফিকও এই আসনটিতে মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে।

বিপরীতে, বিএনপির রাজনীতিতে সিনিয়র হিসাবে সাবেক সভাপতি কাজী মনির মনোনয়ণ দৌড়ে কিছুটা এগিয়ে থাকবেন বলে মনে করে তৃনমুল বিএনপির নেতাকর্মী, স্থানীয় জনগন ও রাজণৈতিক বিশ্লেষক মহল।

অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে আগ্রহী বলে জানা যায়। পাকিস্তান সরকার ঘোষিত ২২ পরিবারের অন্যতম ভুঁইয়া পরিবারের সন্তান সাবেক সিআইপি গোলবক্স ভুঁইয়ার নাতি, জাতীয় পার্টির সাবেক এমপি সুলতান উদ্দিন ভুঁইয়ার ভাতিজা ও রূপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ক্লিন রাজনীতিতে রূপগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিএনপির রাজনীতিতে দিন দিন দিপুর অবস্থান শক্ত হচ্ছে। তাই তার সমর্থকরা মনে করেন ক্লিন ইমেজের দিপু ভুইয়া যদি এই আসনে মনোনয়ণ লাভ করেন তাহলে বিএনপির জয়ের সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশী।

তবে দুই দলই চাইছে পরিচ্ছন্ন, গোছানো ও ক্লিন ইমেজের জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিতে। কেননা অনির্বাচিত সরকারের যে তকমা ঝুলছে আওয়ামীলীগের বিরুদ্ধে সেই তকমা ঘুচিয়ে আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনা সকল দলের না:গঞ্জ-১ আসনে কারা পাবেন মনোনয়ন?অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। অপরদিক নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে রয়েছে বিএনপি।