
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী, সিনিয়র আইনজীবী এড. আহসান হাবিব শাহীন বলেছেন, সাধারণ আইনজীবীরা সবসময় আমাদের পাশে ছিলো, এখনও আছে। সাধারণ আইনজীবীরা ভোট দিয়ে আমাদের পূর্ণ প্যানেল জয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এই আওয়ামী দু:শাসনের হাত থেকে বাঁচতে আমরাও শেষ পর্যন্ত মাঠে থাকবো, ইনশ্আাল্লাহ কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রচারণা শেষে একথা বলেন তিনি। গতকাল রবিবার (২২ জানুয়ারী) দুপুরে আদালতপাড়ায় আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী প্রচারণার শুরু করে তারা।
এড. আহসান হাবিব শাহীন আরও বলেন, আমরা প্রতিবারই দেখছি আওয়ামীপন্থী আইনজীবী ও আওয়ামীলীগের বিভিন্ন পদ-পদবী ধারী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানালেও স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের এই দু:শাসনে তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনা। তারা নিজেদের মনগড়া একটি নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনে মতো করে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনকে কলুষিত করে আসছে। তবে এবার আমরা শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই চালিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী এড. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. সুমন মিয়া, যুগ্ম সম্পাদক প্রার্থী এড. মো. জাহিদুল ইসলাম মুক্তা, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. মো. রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক প্রার্থী এড. মুহাম্মদ গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী এড. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য পদপ্রার্থী এড. আবুল কালাম আজাদ, এড. মো. আদনান মোল্লা, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. সাজিয়া আক্তার প্রমুখ।