
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরোশনের ১৮ নং ওয়ার্ডের আওতাধীন শহীদনগরবাসীর জমি বন্দোবস্ত করা ও ময়লা ফেলা বন্ধে ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার কাছে জোর দাবি জানিয়েছে ওয়ার্ডবাসী। দাবির প্রেক্ষিতে আগামী ৫/৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য উপায় খুজে বের করার আশ্বাস দিয়েছেন এ কাউন্সিলর।
কামরুল হাসান মুন্না এসময় বলেন, গত নির্বাচনের আগেই আমার প্রতিশ্রুতি ছিলো শহীদনগর বাসীর জমির মালিকানার বন্দোবস্ত, ময়লা ফেলা বন্ধ করা এবং গ্যাসের বিষয়ে ব্যবস্থা গ্রহন করা। গ্যাসের সংকট ও সমস্যা জাতীয়ভাবে হওয়ায় এখনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব না।
তবে, অপর ২ টি বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে আমি জানিয়েছি। কিছুদিন আগে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে তিনি এসেছিলেন, তখন তাকে আমি বিষয়টি জানাই। ঐ অনুষ্ঠানে মেয়র মহোদয়ও আপনাদের পক্ষে আপনাদের দু:খ-কষ্টের বিষয়টি বুঝিয়ে বলেন। একথা শুনে মন্ত্রী মহোদয় আশ্চর্য হয়েছেন যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে এখনো খাসের জমি বা সরকারি জমি রয়েছে। ঐ অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়ও উপস্থিত ছিলেন। মন্ত্রী মহোদয় সাথে সাথেই জেলা প্রশাসককে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করতে বলেন। পরের দিন বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়।
কাউন্সিলর বলেন, আমি ভেবেছিলাম আমার এলাকার মা-বোনেরা, মুরুব্বীরা সংবাদ প্রকাশের দিনই আমার কাছে এসে জানতে চাইবে, এখনোও কেন এই ২ টি বিষয়ের সমাধান হলো না। কিন্তু আশ্চর্য্যের বিষয় আমি কাউকে দেখতে পেলাম না। বন্দোবস্ত হলে হয়তো অনেকের স্বার্থহানি হবে তাই অনেকেই অনেককে আসতে দেয় নাই। তাই পরে, আমি জুম্মার নামাজ পড়তে গিয়ে নিজেই উদ্যোগী হয়ে মসজিদের মাইকে এ বিষয়ে কথা বললাম।
মুন্না আরও বলেন, আগামী ৫/৭ দিনের মধ্যে মেয়র মহোদয় ও জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা বলবো। অনেকে আবার বলেন, এ কাজটা নাকি এমপির অধীনে। সমগ্র ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনে এমপি মহোদয়ের সাথে আমি এ বিষয়ে কথা বলবো। তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। আগামী ৫/৭ দিনের মধ্যে তিনিও হয়তো দেশে চলে আসবেন। তাই আমি সকলের সাথে কথা বলবো। সকলের সাথে কথা বলার মতো সু-সম্পর্ক আমার আছে। তাই আবারও বলছি আগামী ৫/৭ দিনের মধ্যে এই দুই বিষয়ের সমাধানের জন্য উপায় খুজে বের করবো।
এর আগে, শহীদনগরবাসী ও ১৮ নং ওয়ার্ডবাসীরা কামরুল হাসান মুন্নার কাছে এই ২ বিষয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রতিকার জানতে চান তারা।