সাখাওয়াত-টিপুর নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণ

51

নারায়ণগঞ্জ সমাচার:

ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এড. সরকার হুমায়ন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সদস্য এড. রফিক আহম্মদ, ডা. মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু শাহীন আহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে নগরীর চাষাড়ায় জড়ো হতে শুরু করে। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপস্থিত নেতাকর্মীরা এসময়ে দলীয় শ্লোগান দিতে থাকে।