
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া বলেছেন, এই ফ্যাসিস্ট সরকার মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে। মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকারকে আর বেশীদিন ক্ষমতায় রাখা যাবেনা। অচিরেই শেখ হাসিনার পতনের এক দফা দাবি আদায়ে কাজ করতে হবে আমাদের।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল, তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে জেলা বিএনপির মানববন্ধনে তিনি একথা বলেন।
গতকাল শনিবার (১১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি বিশালাকার এক সমাবেশে পরিণত হয়।
জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
এসময় নাহিদ আরও বলেন, এ স্বৈরাচারী সরকারকে হঠাতে দেশ নায়ক তারেক রহমান যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি সফল করতে জেলা বিএনপির পাশে সর্বদা ভ্যানগার্ড হিসাবে নিয়োজিত থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশাররফ হোসেন, জুয়েল, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক ১নং যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা শ্রমিকদল সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলাদল সভাপতি রহিমা শরীফ মায়া প্রমুখ।