
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালালচক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্টের স্লিপের কপি, ভুয়া সিলসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
গত বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পাংখার চর এলাকার আব্দুলের ছেলে মুকুল মোল্লা (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৃত হাসান আলীর ছেলে রাকিব (২৫), সোনারগা থানাধীন ফজলুল হকের ছেলে আলমগীর (৩২), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন শাহজাহানের ছেলে মোঃ সাফায়েত উল্লাহ (৩০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মৃত খলিলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৫), ফতুল্লা রেলস্টেশন এলাকার মোঃ সাইফুল ইসলাম (২৮), বরিশাল জেলার বানারিপাড়া থানাধীন মৃত দেলোয়ার সিকদারের ছেলে ইমরান হোসেন সুজন (৩৪), নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন গার্ডপাড়া এলাকার গিয়াস উদ্দিন আহমেদের ছেলে সিরাজ উদ্দিন সাহা (৩৯), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ৩৮/৪ আল্লামা ইকবাল রোডের মৃত আবুল কাশেম ছেলে জাহিদ (৪৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঙ্গলের গাও এলাকার মফিজুল (৩৫), কিশোরগঞ্জ জেলার তারাইল থানাধীন মৃত সিরাজুল ইসলামের ছেলে সজিব (৩২) সহ মোট ১৪ জন।
মামলা সুত্রে জানা যায়, গোপন সুত্রের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে র্যাব-১১ এর সদস্যরা। এসময় সাইনবোর্ড এলাকায় সামাদ বানু ভবনের ২য় তলায় মা ডিজিটাল কালার ল্যাব নামক দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্টের স্লিপের কপি, ভুয়া সিলসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।







