
নারায়ণগঞ্জ সমাচার:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীণতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়া ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদু্ল হাই’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাবেক এমপি এড. হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য বিষয়ক সম্পাদক খালিদ হাসান, জেলা আওয়ামীগ নেতা শহীদুল্লাহ, এড. সুলতান উদ্দিন নান্নু, সামসুজ্জামান ভাসানী, মহানগর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য, সাবেক তুখোড় ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেল প্রমুখ।







