৯০’ সালের মতো আরেকটি গণবিপ্লব করে এই সরকারের পতন ঘটাতে হবে – সেন্টু

29

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, সংবাদপত্রের স্বাধীণতা নাই, সাংবাদিকদের লেখার কোনো অধিকার নাই। ডিজিটাল নিরাপত্তার নামে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, বুদ্ধিজীবীদের গ্রেফতার করা হচ্ছে। আজকে মসজিদে কোনো আলেম সত্য কথা বলতে পারেনা, বাংলাদেশের কারাগারে আলেমদের গ্রেফতার করে রাখা হয়েছ। ২০০৮ সাল থেকে এখনো পর্যন্ত দেশের মানুষ গণতন্ত্র নির্বাসিত।

গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল, তেল, সার, ডিজেল কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার (১৮ মার্চ) নগরীর মন্ডলপাড়া পুল এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

সেন্টু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ – বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। যারাই কথা বলছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আমার ভোট আমি দিবো, যাকে খুশী তাকে দিবো, এই দাবি নিয়ে যারা কথা বলছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, এই সরকার প্রধান ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিলো। আমি জনগনের কাছে প্রশ্ন রাখি শেখ হাসিনা ওয়াজেদ কি ১০ টাকা কেজি চাল খাওয়াতে পারছে? আজকে ৮০ টাকা কেজি চালের দাম। তেলের দাম, গমের দাম সহ সকল নিত্য পণ্যের দাম বেড়েছে। আজকে মানুষের চাকরি নাই, আড়াই কোটির বেশী মানুষ বেকার, দেশের মানুষ আজ অর্ধাহারে-অনাহারে আছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লূটপাট ও পাচার করছে আওয়ামীলীগের মন্ত্রী-এমপি ও চ্যালা-চামুন্ডারা।

তিনি আরও বলেন, জেলা-ইউনিয়ন, জাতীয় সংসদ সহ কোনো নির্বাচন আজ সুষ্ঠু হচ্ছে না। এই সরকার আজ জোর করে সকল নির্বাচনে জয়ী হচ্ছে। এই সরকারকে পতন ঘটাতে হলে দেশের সকল জনগনকে সাথে নিয়ে রাজপথ অবরুদ্ধ করে রাখতে হবে। এই আন্দোলনে নেতৃত্ব দিবেন তারুণ্যের অহংকার তারেক রহমান এবং নারায়ণগঞ্জে নেতৃত্ব দিবেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। আসুন ৯০’ সালের মতো আরেকটি গণবিপ্লব করি।

বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন, ‍সদস্য হাজী ফারুক হোসেন, আওলাদ হোসেন, এড. বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, এড. আনিসুল ইসলাম মোল্লা, এড. শরিফুল ইসলাম শিপলু, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর, শহীদুল ইসলাম রিপন প্রমুখ।