
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দ্রুত সুস্থ্যতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বাদ আসর নগরীর ১৬ নং ওয়ার্ডের ২ নং বাবুরাইলে বাইতুল ফালাহ জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান চঞ্চলের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় একেএম শামীম ওসমানের দ্রুত সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান। তার সহধর্মিণী সালমা ওসমান লিপি জানিয়েছেন, টেস্ট করা হচ্ছে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।







