
নারায়ণগঞ্জ সমাচার :
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি ২নং রেল গেইট থেকে শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে পুনরায় ২নং রেল গেইটে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রত্যাশী কায়কোবাদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল হোসেন রনি, জিয়া উদ্দিন মিল্টন, বাবু, সানী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, তৌহিদ, কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম লিটন, আতিকুর রহমান গার্নেল, সাইফুর রহমান সুমন, মোক্তার হোসেন, রাজীব, রাঘিব হোসেন ভুইয়াসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।
এসময় কায়কোবাদ রুবেল বলেন, আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ঐ জামাত-বিএনপির দুস্কৃতিকারী রাজশাহী জেলা বিএনপির সভাপতি চাঁদ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দীর্ঘদিন দল ক্ষমতায় থাকলেও কোথাও বিএনপি নেতাকর্মীদেরকে কোনো ধরনের হয়রানী করে আওয়ামীলীগ নেতাকর্মীরা। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা নানা ধরনের কুরুচীপূর্ণ স্লোগান দিয়ে আসছে। আমরা কিছু বলি নাই, কিন্তু আমাদের নেত্রীকে হত্যার হুমকি দেয়ায় আজ আমরা রাজপথে নেমে এসেছি। ভবিষ্যতে উল্টা-পাল্টা কোনো বক্তব্য রাখতে প্রতিহত নয় প্রতিরোধ করার হুশিয়ারী দেন স্বেচ্ছাসেবকলীগের এ নেতা।