
নারায়ণগঞ্জ সমাচার:
জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ বার সিআইপি (শিল্প) পদমর্যাদা অর্জন করায় ও রপ্তানি পোশাক শিল্পে ১ম বারের মতো “বাংলাদেশে তৈরি” লেখাটি সংযুক্ত করায় এফবিসিসিআই’র পরিচালক, বিকেএমইএ সভাপতি, এনসিসিআই এর সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত শনিবার (২৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ১১টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সেলিম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। তিনি শুধু জাতীয় অর্থনীতিতেই নয়, স্থানীয়ভাবে ব্যাপক মসজিদ-মাদ্রাসা-স্কুল নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে তিনি যেভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেলিম ওসমান বলেন, যেকোনো কাজের স্বীকৃতিতে দায়িত্বও বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালেও আমাদের সহযোগিতা করেছেন বলেই এটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীরা ভুমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের মানুষের সৌভাগ্য যে সেলিম ওসমানের মতো একজন অভিভাবক পেয়েছে। তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের একটি ছাতা, আমরা তার ছাতার নীচে থেকে এই অঞ্চলের কিছু কাজ করার চেষ্টা করছি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বিকেএমইএ, বিএইচএ, বিসিএমএ, বিওয়াইএমএ, বিকেওএ, বিকেডিওএ, বিজেএএস, বিপিএলসিএমওএ, বিটিডি এন্ড সিএমএসহ ১১টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ীদের পক্ষ থেকে সেলিম ওসমানকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, ফয়েজ উদ্দিন লাভলু প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি (শিল্প) সম্মাননা পেয়েছেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। ২০২১ সালে বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মতো কাজের জন্য শিল্প মন্ত্রণালয় তাকে এ সম্মানে ভূষিত করে। ২২ মে ২০২৩ তারিখে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সম্মাননা পদক ও সিআইপি (শিল্প) কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার একেএম সেলিম ওসমান, এমপির হাতে পদক ও সিআইপি কার্ড তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। এবারে মোট ৪৪ জনকে সিআইপির (শিল্প) মর্যাদা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এ নিয়ে সেলিম ওসমান, এমপি মোট এগারো বার সিআইপি সম্মানে ভূষিত হলেন। এর আগে ২০০০ সালে সিআইপি (শিল্প), ২০১১ সালে সিআইপি (শিল্প), ২০১২ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৪ সালে সিআইপি (শিল্প), ২০১৪ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৫ সালে সিআইপি (শিল্প), ২০১৬ সালে সিআইপি (শিল্প), ২০১৭ সালে সিআইপি (শিল্প) সম্মানে ভূষিত হয়েছেন।