
নারায়ণগঞ্জ সমাচার:
সড়ক দূর্ঘটনায় আহত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনকে দেখতে যান প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
চিকিৎসা শেষে বর্তমানে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকায় নিজ বাড়িতে অবস্থানরত সাংবাদিক রবিনকে দেখতে গিয়ে তার চিকিৎসা ও শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন প্রেসক্লাব সম্পাদক। এসময় তিনি সাংবাদিক রবিনের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৬ই মে রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে শহরের খানপুরে সড়ক দুর্ঘটনায় ডান হাতে আঘাত পান বিল্লাল হোসেন রবিন। পরে ২২ মে প্রায় তিন ঘন্টা অপারেশনের পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাড়িতে আনা হয় তাকে।