সাইদুল হাসান বাপ্পী’র শাহাদাৎ বার্ষিকীতে ১৮নং ওয়ার্ডবাসীর দোয়া

145
 নারায়ণগঞ্জ সমাচার:

২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৮ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বাদ জোহর ওয়ার্ডের বাপ্পী চত্বরে এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাইগঞ্জের কৃতিসন্তান ফয়েজউদ্দিন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানসহ স্থানীয় মুরুব্বীগণ।

এসময় লাভলু বলেন, আমাদের এলাকার কৃতিসন্তান ও আমার অত্যন্ত আদরের বাপ্পী আজ থেকে ২২ বছর আগে ভয়ানক এক বোমা হামলায় শাহাদাৎ বরণ করে। বর্তমান প্রেক্ষাপটে বাপ্পীকে খুব প্রয়োজন ছিলো, মানুষের যে আচার-আচরণ, এসময়ে বাপ্পী থাকলে আমাদের এলাকার মানুষ আরও বেশী উপকৃত হতো। বাপ্পীসহ ১৬ই জুন নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী হিসেবে কবুল করে এই দোয়া করি।

কামরুল হাসান মুন্না বলেন, আমি বিশ্বাস করি শহীদ সাইদুল হাসান বাপ্পীর নাম ১৮ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র নারায়ণগঞ্জবাসী সর্বদা মনে রাখবে। আপনাদের স্নেহের ও ভালোবাসার বাপ্পীর মিলাদ ও দোয়ায় উপস্থিত থেকে তার জন্য সকলকে দোয়া করার বিনীত অনুরোধ জানান তিনি।

পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।