
নারায়ণগঞ্জ সমাচার:
২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচীর ৩য় দিনেও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বাদ জোহর প্রথমে ওয়ার্ডের বাপ্পী চত্বরে মরহুমের বাড়ির সামনে তার ছোট ভাই কাউন্সিলর কামরুল হাসান মুন্না’র বন্ধু মহলের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটির মুরুব্বীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও, দুপুরে দুর্বার সামাজিক সংঘের উদ্যোগে বিকে রোডে, বাদ আসর সোলেমান, সামছুল ও রানার উদ্যোগে দক্ষিণ নলুয়া জামে মসজিদে, বাদ এশা উত্তর নলুয়া রোডস্থ পরিবারবর্গের উদ্যোগে নলুয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসায় এবং পলাশের বন্ধু মহলের উদ্যোগে শহীদনগর জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এসময় বলেন, বাপ্পী ভাইয়ের ২২ তম শাহাদাৎ বার্ষিকীর এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দাড়িয়ে শুধু এতটুকুই বলতে চাই, এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সকলেই যেন বাপ্পী ভাইয়ের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করেন। এছাড়া, বাপ্পী ভাইয়ের পরিবারসহ সমগ্র ১৮নং ওয়ার্ডবাসীর উপর যাতে আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয় এই প্রত্যাশা করি।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।