শোক দিবসে রুবেল’র নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধাঞ্জলি

27

নারায়ণগঞ্জ সমাচার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী কায়কোবাদ রুবেল’র পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে ২ নং রেল গেইটস্থ  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, দেওভোগ থেকে বিশাল এক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন তিনি। এসময় স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।