শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই, দেশ আজ উন্নয়নের মহাসড়কে 

20

নারায়ণগঞ্জ সমাচার:

মানবতার মা, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জম্মদিন পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২ নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রত্যাশী ছগির আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জম্মদিনে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কেক কাটা হয়।

আলোচনা সভায় ছগির আহমেদ বলেন, ১৯৪৬ সালের এই দিনে বাংলা এবং বাংলার মানুষের দুত হিসেবে জননেত্রী শেখ হাসিনা জন্ম গ্রহন করেছিলেন। আমাদের প্রিয়নেত্রী, দেশরত্ম, জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহন করেছিলেন বলেই, আমরা স্বপ্ন দেখি যে, তৃতীয় বিশে^র একটি দরিদ্র দেশকে উন্নয়নশীল দেশের কাতারে তিনি নিয়ে এসেছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে, একটি সুখী-সমৃদ্ধশালী এবং স্মার্ট বাংলাদেশ।

তার জন্ম হয়েছিলো বলেই আজ আর স্বপ্ন নয়, আজ বাস্তবেই আমরা বাংলার মাটিতে পদ্মা সেতুর মতো দীর্ঘ একটি সেতু নির্মাণ করতে পেরেছি। তার জন্ম হয়েছিলো বলেই, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা-বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তার জন্ম হয়েছিলো বলেই, পাতাল মেট্রোরেলের কথা আমরা ভাবতে পারছি, দেশে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, দেশের প্রতিটি অঞ্চলে, প্রত্যেক প্রান্তে, প্রতিটি ঘরে আমরা বিদ্যুত পৌছে দিতে পেরেছি। তার কারণেই আমরা প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য খাতে পলিক্লিনিকের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবায় উন্নত হতে পেরেছি। বাংলা এবং বাঙ্গালীকে তিনি যা কথা দিয়েছেন, তা তিনি রেখেছেন।

স্বাধীণতা বিরোধী শক্তি আজকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তারা বিশ^ দরবারে আজকে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়। সেই সাম্প্রদায়িক শক্তি তথা বিএনপি-জামাত জোট আবারো চক্রান্ত করে ২০২৪ সালের নির্বাচনকে বানচাল করবার জন্য ঐ বিদেশী প্রভুদের কাছে গিয়ে ষড়যন্ত্র করছে। লন্ডনে বসে থেকে ঐ তারেক রহমানরা এক এক করে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা কিন্তু ক্ষমতায় আসার জন্য আসলে ষড়যন্ত্র করে না। ঐ বিদেশের মাটিতে বসে, তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে সেটা তারা চিন্তা করেনা। তারা বাংলাদেশকে একটি অকার্যকর দেশ হিসেবে, অস্থিতিশীল দেশ হিসেবে বিশে^র দরবারে উপস্থাপন করতে চাই।

তাই জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজকে আমাদের শপথ নিতে হবে, যে করেই হোক এই বাংলার দুঃখী মানুষের জন্য আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে বাচিয়ে রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাচার মধ্য দিয়ে দেশ বেচে থাকবে, এদেশের মানুষ স্বপ্ন দেখবে। এটা করতে হলে, সাম্প্রদায়িক শক্তি ও ষড়যন্ত্রকারীদেরকে রাজপথে থেকে আমাদের প্রতিহত করতে হবে, এটাই হোক জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবকলীগের।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের সফলতা কামনা করা হয়। মিলাদ ও দোয়া শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।