ফারুক’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রমিকদলের যোগদান

19

নারায়ণগঞ্জ সমাচার:

সরকার পতনের এক দফা দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির ঢাকার মহাসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল।

গত শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে তারা এ মহাসমাবেশে অংশ নেয়।

শ্রমিকদলের নেতাকর্মীরা এসময় শ্লোগানে শ্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলে।

এর আগে, সকাল থেকেই শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা মতিঝিলের নটর ডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে সকল নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।