
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদল নেতা জাকির হোসেন সেন্টু। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বার্তায় যুবদলের এই নেতা বলেন, সরকারের পতনের দাবিতে বিএনপির আন্দোলনে জনগনের সম্পৃক্ততা দেখে মাথা খারাপ হয়ে গেছে আওয়ামীলীগের। তাই আন্দোলনকে দমিয়ে দিতে এহেন কোনো কাজ নেই যা এই সরকার করছে না। তারই ধারাবাহিকতায় তারা এবার নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর চালাচ্ছে। হামলা করে, মামলা দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদ এই সরকার পদত্যাগ করবে, যতক্ষণ পর্যন্ত ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন দুর্বার গতিতে চলবে।
জাকির হোসেন সেন্টু বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি ছুড়ছে। অবরোধ সমর্থনে আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী একযোগে হামলা চালিয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থাকবে। শত গ্রেপ্তার, মামলা ও হামলা চালিয়েও আমাদের দমানো যাবে না। আমরা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবোই, ইনশাআল্লাহ।
সেন্টু বলেন, আড়াইহাজারে পুলিশের প্রহরায় আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। নারী ও শিশুদের সঙ্গেও তারা অশোভন আচরণ করেছে। নজরুল ইসলাম আজাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট কারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।







