
নারায়ণগঞ্জ সমাচার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের পক্ষে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।
গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফসিল ঘোষণার পরই সেটিকে স্বাগত জানিয়ে এ মিছিল করে তারা।
এসময় আজমেরী ওসমানের সমর্থকরা বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবে তফসিল ঘোষণা করায় আজমেরী ওসমানের নির্দেশে আজকের এ আনন্দ মিছিল। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে, সন্ধ্যা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজ রোডর আজমেরী ওসমানের বাসভবনের সামনে এসে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল বের করেন তারা। মিছিলটি বঙ্গবন্ধু সড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।







