কাশিপুরে ইউপি সদস্য খোকার ছেলে ও সহযোগীর উপর হামলা

25

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকার ছেলে ইমরান হোসেন, খোকার একনিষ্ঠ কর্মী স্বপনসহ সহযোগীদের উপর হামলার ঘটনা ঘটেছে। কাশিপুর সম্রাটহল এলাকার ফাহিম, আব্দুল্লা ও ঢালীবাড়ি এলাকার আদরের নেতৃত্বে ২০/২৫জন শুক্রবার বিকেলে এ হামলা চালায় বলে জানা গেছে।

এ ঘটনায় মো. স্বপন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার আওয়ামীলীগের মিছিল শেষে কাশিপুর হাজীপাড়া নাহার বেকারীর মোড় সংলগ্ন একটি চায়ের দোকানে চা-নাস্তা খাচ্ছিলেন ইউপি সদস্যের ছেলে ইমরান হোসেন ও তার সহযোগীরা। এসময় চাপাতি, লোহার রড, কাঠের ডাসা, ছোরা, চাকু ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত উপর হামলা সম্রাটহল এলাকার ফরিদ মাস্টারের ছেলে ফাহিম, মাসুদের ছেলে আব্দুল্লা, ঢালীবাড়ি এলাকার জুলহাসের ছেলে আদরের নেতৃত্বে আবির, আল আমিন, হৃদয়, হিরনসহ ২০/২৫জন। বিবাদী ফাহিমের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে ইউপি সদস্য খোকা’র ছেলে ইমরান হোসেনকে কোপ দেয়, যা ফেরাতে গেলে স্বপনের হাতে কোপ লাগে এবং সে মাটিতে পড়ে যায়। এসময় আব্দুল্লাসহ অন্য আসামীরা স্বপন ও ইমরানসহ তাদের সহযোগীদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ৩নং বিবাদী আদর এসময় তাদের পকেটে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এদিকে, এলাকাবাসীর দাবি, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের দু:সময়ে যে কজন নেতা রাজপথে থেকে আওয়ামীলীগের প্রতিনিধিত্ব করেছেন তার মধ্যে এমদাদুল হক খোকা অন্যতম। তার জ্বালাময়ী ভাষনে রাজপথ প্রকম্পিত হয় বারবার। তাছাড়া, ওয়ার্ড মেম্বার হিসেবেও যথেষ্ট সফল খোকা। মূলত তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অপরদিকে, এ হামলার ঘটনায় অনেকটা নিরাপত্তাহীনতা ভুগছেন ইউপি সদস্য এমদাদুল হক খোকা। খোকা বলেন, আমি সব সময় জনগন ও দলের জন্য কাজ করেছি। দলের দু:সময়ে অনেকে যখন গা ঢাকা দিয়ে এবং বিএনপি-জামাতের সাথে আতাত করে চলতো, তখন আমরা রাজপথে থেকে আওয়ামীলীগের প্রতিনিধিত্ব করেছি, দলের জন্য কাজ করেছি। দলের জন্য কাজ করেছি বলেই কি আজ আমার সন্তান ও কর্মীদের উপর এই হামলা আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।