
নারায়ণগঞ্জ সমাচার:
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, সাবেক গণ পরিষদ ও জাতীয় সংসদ সদস্য, এ.কে.এম সামসুজ্জোহার সহধর্মীনি, প্রয়াত সাংসদ নাসিম ওসমান, সাংসদ সেলিম ওসমান ও সাংসদ শামীম ওসমানের রত্নগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বাদ আছর নগরীর আল্লামা ইকবাল রোডে প্রয়াত নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় পবিত্র কোরআন তেলাওয়াত, দুরুদ শরীফ পাঠ করা হয় এবং ভাষা সৈনিক মরহুমা নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।